একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
রাসূল (সা.)-এর হাদীসে কিয়ামতের ৪০ টি প্রাথমিক লক্ষণ সমূহ বর্ণীত হয়েছে। তন্মধ্যে কিছু এখানে তুলে ধরা হলো। বর্তমানে বাংলাদের অবস্থার সাথে মিলিয়ে দেখুন তার বাস্তবতা কতটুকু। লক্ষণসমূহ হলো নিন্মরূপ:
1. নারীর সংখ্যা বৃদ্ধি, পুরুষের সংখ্যা হ্রাস পাবে।
2. ব্যভিচার (অবৈধ যৌনমিলন) বৃদ্ধি পাবে।
3. মদ্যপায়ীর সংখ্যা বৃদ্ধি পাবে।
4. স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে (কথামত চলবে), মাতার অবাধ্যতা করবে।
5. বন্ধুকে কাছে রাখবে, পিতাকে দূরে রাখবে।
6. পাপাচারী ব্যক্তি কওমের নেতা হবে।
7. হীনতম ব্যক্তি জাতির নেতৃত্ব দিবে।
8. নারী গায়িকার সংখ্যা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে।
9. লোকের জীবিকা উপার্জনের জন্য দ্বীন শিখবে।
10. হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করবে। (হারাম/হালালের প্রতি গুরুত্ব দিবে না)
11. অজ্ঞতা বৃদ্ধি পাবে, আলেমের সংখ্যা হ্রাস পাবে।
12. দালান কোঠা/বিল্ডিং তৈরীর প্রতিযোগীতা হবে।
13. রাখাল/রাস্তার লোক ধন-সম্পদের মালিক হবে।
14. উলকি (শরীরে ডিজাইন করা) বৃদ্ধি পাবে।
15. যাকাত দিবে না (জরিমানা মনে করবে।
16. মসজিদে হট্রগোল শুরু হবে।
17. অত্যাচারের ভয়ে দুষ্টু লোককে মানুষ সম্মান করবে।
18. হত্যা বেড়ে যাবে। নিহত ব্যক্তি জানবেনা কি অপরাধে তাকে হত্যা করা হলো। হত্যাকিারীও জানবেনা কেন সে হত্যা করল।
19. লোকরে পদের লোভী হবে।
20. পূর্ববর্তীদের সম্পর্কে খারাপ কথা বলবে।
21. ইহুদী-খৃষ্টানদের অনুসরণ করবে।
22. লোকজনের নিকট দ্বীন (ইসলামী জ্ঞান) থাকবেনা, থাকবে শুধু বালা-মুসিবত (বলবে মরণ হয়না কেন!)।
23. বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগীতা বৃদ্ধি পাবে।
24. দ্বীনে নতুন নতুন জিনিস যুক্ত হবে।
25. স্বজনপ্রীতি বৃদ্ধি পাবে।
26. নতুন ধরনের রোগ হবে। (যেমন: সোয়াইন ফ্লু ইত্যাদী)
27. ভূমিকম্প বৃদ্ধি পাবে।
28. নারীদেরকে দেখে উলংগ মনে হবে যদিও শরীরে কাপড় থাকবে।
29. এভাবে একের পর এক বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে থাকবে যেভাবে তসবিহ থেকে দানা খুলতে থাকে।
অন্য একটি হাদীসে এমন এসেছে যে, কিয়ামতের আগে একটুকরো জলন্ত আগুন হাতে ধরে রাখা সহজ হবে; কিন্তু ইসলামের একটা হুকুম পালন করা তার চেয়েও কঠিন হবে।
সে সময় যদি কেউ রাসূলের একটা সুন্নতও ধরে রাখে তাহলে বিচারের দিনে (হাশরের ময়দানে) সে মুক্তি পাবে। আল্লাহ তা’আলা আমাদেরকে ইহকাল ও পরকালে নাযাত দান করুন। আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।