কুরআন শরীফ, হাদিছ শরীফ, ইজমা ও ক্বিয়াস অনুযায়ী ফতওয়া হলো- প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা, দেখা, ভিসিআর, ভিডিও, টিভি দেখা সম্পূর্ণ হারাম ও নাজায়িয। বিশ্ববিখ্যাত হাদীছ শরীফ উনার কিতাব বুখারী শরীফসহ অসংখ্য হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “ক্বিয়ামতের দিন ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে- যে ছবি তোলে, আঁকে, রাখে ও দেখে।” হাদীছ শরীফটি ফিকির করলে বুঝা যায়, অন্য কোনো ফরয-ওয়াজিব আমল ছেড়ে দিলে অথবা অন্য কোনো বদ আমল করলে সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়নি। বলা হয়েছে প্রাণীর ছবির ক্ষেত্রে। তাহলে অনুধাবনীয় প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা ও দেখা কত কঠিন জঘন্য অপরাধ আর ছবির ফিতনা থেকে বেঁচে থাকা কতটুকু ফরয-ওয়াজিব? মহান আল্লাহ রব্বুল ইজ্জত তিনি ছবি তোলা, আঁকা, দেখা, রাখা থেকে আমাদেরকে হিফাজত করুন। আমীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।