আমাদের কথা খুঁজে নিন

   

সেখানে কারও ক্ষমা নেই ...

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক শত মুক্তিযোদ্ধার দল বিএনপি । তাদের দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার তো দুরে থাক, তারা আজ খোলাখুলি ভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ । তাদের হতে বিচারের দায়িত্ব দিয়েও, নিশ্চিত হতে পারেনি তারুণ্য। সঠিক বিচার নিশ্চিত করতে, তাদের রাস্তায় নামতে হয়। প্রাণ দিতে হচ্ছে একের পর এক আমি জানি - শেখ হাসিনার একার সদিচ্ছায়, বিচার নিশ্চিত হয় না।

আবার - খালেদা জিয়ার একার বিরোধিতায়, পুরো বিএনপি বিচারের বিপক্ষে যেতে পারে না। কোথায় রাজনীতিতে থাকা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ? কোথায় আপনাদের আগুন? কোথায় আপনাদের একাত্তরের হাতিয়ার? সেই প্রতিজ্ঞা কি ভুলে গেছেন? - আমি মানুষ, আমি বাঙ্গালী, আমি মুসলমান। একবার মরে, বারবার মরে না। ৩০ লক্ষ শহিদের মদত নিয়ে - তরুণরা আজ রাস্তায় সোচ্চার। আপনারা কার মদতে চুপচাপ? কি কারণে গর্জে ওঠেন না? আর কত চাই আপনাদের? কত টাকা, কত ক্ষমতা লাগবে? আর কত ভোগ, কত বিলাস এখনও বাঁকি? ভুলে যাবেন না - আর বেশি দিন নেই হাতে।

সব ছেড়ে চলে যেতে হবে শীঘ্রই। সেখানে ছোড়া-ছাতা, রাজ-ছত্র, সব মিলেমিশে একাকার। তারপর? আজ সন্ধ্যায়, বা কোন এক ক্ষণে - একটু অবসর এলে - একবার চোখ বন্ধ করে ভাববেন। পড়তে চেষ্টা করবেন - আরও ৩০ বছর পরে, আমার হাতে লেখা আপনাদের ইতিহাস। আমার সন্তানের হাতে লেখা, আপনাদের ইতিহাস।

জেনে রাখবেন - ওখানে কারও ক্ষমা নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.