::::: দেখবো এবার জগতটাকে :::::
এইটা আরেকটা ফটোব্লগ। এইখানে লেখা টেখা বিশেষ কিছু নাই। খালি কিছু ছবি। ছবিগুলো গত অগাস্ট মাসে এখানে সেখানে নানান জায়গার।
সতর্ক।
মীরপুর।
লিটল হর্সম্যান। পিচ্চি রায়হান আর তার পিচ্চি ঘোড়া রাজা। হকশোবাজার, কলাতলী।
লাল নীল দীপাবলী।
সদরঘাট লঞ্চ টার্মিনাল (আশে পাশে সব অন্ধকার কারন লোডশেডিং)।
ঝড় এলো এলো ঝড়। চাঁদপুরে ডাকাতিয়া -পদ্মার মোহনায়।
পদ্মা নদীর মাঝি। -ইব্রাহিম পুর, শরীয়তপুর।
ডাকাতিয়া। ছবিটাতে ফটোশপ দিয়া ফেক এইচডিআর (হাই ডাইন্যামিক রেঞ্জ) করার চেষ্টা করায় এরকম জ্বলে গেছে।
নিঃস্বঙ্গতা। ইনানী, উখিয়া।
চাঁদমামা।
সদরঘাট।
রাতের চাঁদপুর লঞ্চ টার্মিনাল। চাঁদপুর।
লাল পতাকা।
স্টেয়ার টু হ্যাভেন।
নৌবহর।
বন্ধু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।