আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন যাবে সেখানে...

সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর যেখানে নায়কের হাতের ইশারায় ঘুর্ণিঝড়ের সৃষ্টি হয়... যেখানে নায়কের পদাঘাতে তৈরি হয় এক কিলোমিটার ব্যাসার্ধের বিশাল শক্‌ ওয়েভ... যে দেশে নায়কের এক ঘুষি খেয়ে ভিলেন উড়তেই থাকে... উড়তেই থাকে.... উড়তেই থাকে..... (i.e. অভিকর্ষজ ত্বরণ g-এর মান খুব কম, প্রায় নাই বললেই চলে!) মহাসেন সেইদেশে যাইবো না তো কি 'ইয়া বুষুমাইত' এর বাংলাদেশে আইবো মিঞা ?? হুঁহ ! ----- আশঙ্কার কথা হইলো : তামিলনাড়ু আর হায়দ্‌রাবাদের মতই.... ভারতের পশ্চিম বঙ্গেও... অভিকর্ষজ ত্বরণ g এর মান হু হু কইরা কইমা আসতাছে.... বিশ্বাস না হইলে দেব আর জিৎ এর ছবিগুলাই দেখেন ! সো ডিয়ার ফেলো বাংলাদেশী ব্রাদারস্‌ এন্ড সিস্টারস্‌, ব্রেইস ইওরসেলভ্‌স উইথ টেবিল চেয়ার খাট পালং এটসেট্‌রা... কজ্‌ ইউ আর নেক্সট !!! (বিভ্রান্ত হবেন না, ঘুর্ণিঝড় মহাসেন যে কোন দিকে মোড় নিতে পারে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি.... )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।