ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
লক্ষ্যন কি তা বুঝবার পারতাছিনা, কারন ইদানিং দেখি নাস্তিকরাও ধর্ম নিয়া ক্যাচাল করে। না্স্তিকরা জানতাম ধর্মের ব্যাপারে নির্মোহ থাকে, কিন্তু হঠাৎ করে তাদের এই ক্যাচালের কি মানে তাই বুঝতে পাড়ছিনা । কেন জানি মনে হয় নাস্তিকরাও নব্য সাম্রাজ্যবাদের দিকে এগুচ্ছে। বিশ্বজুড়ে নাস্তিকতাবাদ প্রবর্তনের নতুন কোন দল গঠন হইছে কিনা কে জানে ।
যাই হোক তাদের এই ক্যাচাল অচিরেই বন্ধ হওয়া উচিত, অন্তত ব্লগে তো অবশ্যই । না হয় ব্লগের পরিবেশ কখনোই ভাল হবে বলে মনে হয় না। কারন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ।
শোন নাস্তিক ভাইয়েরা, তোমরা যখন ধর্ম পছন্দ করইনা, তাহলে কেন আমাদের ডেড়ায় এসে ক্যাচাল কর ? তোমরা যেখানে আছ আমরা সেখানে যাচ্ছিনা, সুতরাং তোমরাও আমাদের কোন বিরক্ত করোনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।