নিজেকে জান এবং প্রকাশ কর!!
প্রথম আলোতে নিউজটি পড়ার পর মনে হল বিষয়টি সামুর ভাইদের সাথে শেয়ার না করলেই নয়। তাই প্রথম আলোর ওয়েব সাইট থেকে নিউজটি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম।
কাঠমিস্ত্রি বাবা ছেলের পড়ার খরচ চালাতে পারতেন না। এ জন্য সাইফুর রহমান বিভিন্ন দল ও ক্লাবের হয়ে ক্রিকেট খেলত। সেখান থেকে যৎসামান্য যে টাকা পেত, তাই দিয়ে পড়ার খরচ চালাত।
এত কষ্ট করে যে ছেলেটি পড়াশোনা করত, সেই ছেলেটিই গতবার এসএসসি পরীক্ষা দিতে পারেনি।
গত বছর ক্রিকেট খেলতে গিয়ে সে তলপেটে আঘাত পায়। সেদিন প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে সাইফুর। সেবার ধখল কাটিয়ে ওঠে ফের পড়া ও খেলায় মন দেয়। ছয় মাস পর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
কয়েক দিনের মধ্যে হাঁটাচলা বন্ধ হয়ে যায়।
সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চের (সিএসসিআর) পরামর্শক এ কে এম সাহাবুদ্দিন খান বলেন, সাইফুরের তলপেটে রক্ত জমাট বেঁধে টিউমার হয়ে যায়। টিউমারে পচন ধরেছে এবং তা একধরনের ক্যানসারে পরিণত হচ্ছে। তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা লাগবে।
সাঙ্গু উচ্চবিদ্যালয়ের ছাত্র সাইফুর ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট হতে চায়।
তার বাবা আব্দুর রহিম বলেন, ‘ছেলের চিকিৎসার পেছনে সম্পত্তি সবই গেছে। ’ হতবিহ্বল বাবা ছেলের জীবন রক্ষায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আব্দুর রহিম, সঞ্চয়ি হিসাব নং ২৮০১, ইসলামী ব্যাংক লিমিটেড, বান্দরবান শাখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।