আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে জিততে পারলো না ম্যানইউ

শুক্রবার রাতে জাপানের সেরেজো ওসাকার সঙ্গে ম্যাচটি দুই বার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে ম্যানচেষ্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা হেরে যেতেই বসেছিল। ইনজুরি সময়ে উইলফ্রেড জাহার গোলে হারের লজ্জা থেকে রেহাই পায় অতিথিরা।
প্রথমার্ধের ৩৩ মিনিটে কেনিউ সুজিমোতোর গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে সমতা আনেন ম্যানইউর শিনজি কাগাওয়া।


একটু পরই তাকুমি মিনামিনোর গোলে আবার এগিয়ে যায় ওসাকা। শেষ মূহুর্তে জাহা গোল না করলে জাপানে পর পর দুই ম্যাচে হারের লজ্জায় ডুবতো ময়েসের দল।
জাপানে এর আগরে প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হেরেছিল জাপানের ইয়োকোহামা এফ. মারিনসের কাছে।
আর ময়েসের প্রথম ম্যাচে ম্যানচেস্টারের জনপ্রিয় দলটি থাইল্যান্ডের সিংহা অল স্টার্সদের কাছে হারে ১-০ গোলে।
তবে গত শনিবার অস্ট্রেলিয়ার এ লিগ অল স্টার্সদের ৫-১ গোলে হারিয়ে ময়েসকে প্রথম জয় এনে দিয়েছিল রেড ডেভিলসরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।