মেলার জগৎ
তারা, তারা, তারার মেলা
আঁকাশ জুড়ে তারার খেলা।
রং, রং, রংয়ের মেলা
দুনিয়া জুড়ে রংয়ের খেলা।
সবুজ, সবুজ, সবুজের মেলা
বাংলা জুড়ে সবুজের খেলা।
পাখি, পাখি, পাখির মেলা
বাগান জুড়ে পাখির মেলা।
গাছ, গাছ, গাছের মেলা
বন জুড়ে গাছের খেলা।
জল, জল, জলের মেলা
সমুদ্র জুড়ে জলের খেলা।
মাছ, মাছ, মাছের মেলা
নদী জুড়ে মাছের খেলা।
নদী, নদী, নদীর মেলা
বাংলা জুড়ে নদীর খেলা।
গাড়ী, গাড়ী, গাড়ীর মেলা
ঢাকা জুড়ে গাড়ীর খেলা।
মানুষ, মানুষ, মানুষের মেলা
দুনিয়া জুড়ে মানুষের খেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।