স্বপ্ন দেখতে ভালবাসি...দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমরা আমাদের স্বপ্নের সমান বড়...
বুড়ো কে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে আছেন মোখলেস। আঙ্গুলের নখ কামড়াচ্ছেন আপন মনে।
স্যার কিছুই কি করার নাই ?
বিনীত ভংগি লোকটির, টাকা টা আমার খুব দরকার। আপনি সাইন করলেই আমার কাজ টা হয়ে যায়। আমি বুড়ো মানুষ অসুস্থ, অনেক ঔষধ কিনতে হবে।
সম্ভব হলে অবশ্যই আমি আপনি যা চাইছেন দিয়ে দিতাম। কিন্তু আমি অপারগ আমি জীবনে ঘুষ দিয়ে কিছু করিনি...এই শেষ বয়সে আর করবওনা....।
বললাম তো আমার কিছুই করার নাই, যান তো সময় নষ্ট করবেননা। অনেক কাজ আমার হাতে, কয়েক টা পেপার টা নিয়ে মন দেয়ার ভাব ধরলেন মোখলেস।
চলে গেল লোকটি, কিন্তু একটা কথা বলে গেল যাওয়ার সময়,
আমার ফাইল আজ না হোক কাল সাইন হবেই।
কিন্তু আমি আপনাকে একটা টাকাও ঘুষ দেবনা...।
আপনি যেমন আপনার পরবর্তি প্রজন্ম যেন আপনার মত এমন নিকৃষ্ট না হয়... আর আপনার সন্তান যদি কখনো কোন কাজ নিয়ে আপনার কাছে আসে অবশ্যি ঘুষ টা নিয়ে নিবেন। ...... কথা শুনে কেঁপে উঠলেন মোখলেস। কিছু বলার আগেই বের হয়ে গেল বুড়ো।
তিনি জানেন লোকটির দাবী নায্য, তবুও তিনি ঘুষ ছাড়া কাজ করবেননা...আজ ১৫ বছর ধরে ঘুষ খেয়ে খেয়ে পেট টা কে ঢোল বানিয়ে ফেলেছেন।
এখন ঘুষ না খেলে আর ভাল লাগেনা। সরকারী চাকুরী নেয়ার সময় শপথ করেছিলেন অন্যায় করবেন না, দেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না! কে মনে রাখে এসব কথা,এসব তো সবাই করে। এখন তার শপথ ঘুষ ছাড়া আর কোন কাজ করবে না আজ মোখলেসের ইনকাম খারাপ না......বড় একটি রুই মাছ নিয়ে ফিরলেন বাসায়।
গেটের কাছে আসতেই ছোট ছেলেটি দৌড়ে এল।
তার ছোট ছেলেটি খুব আদরের।
এবার ক্লাস এইট এ।
বাবা আমাকে কিন্তু তুমিও একটা প্রাইজ দিবা, আমি উন্মুক্ত বিষয়ে রচনা লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছি।
অবশ্যই দিব বাবা। বললেন মোখলেস।
মনে মনে অনেক খুশি হলেন মোখলেস যাক ছেলেটার পড়া লেখার পাশাপাশি অন্য বিষয়গুলতেও আগ্রহ আছে।
কি বিষয় নিয়ে লিখেছ তোমার রচনা ?
“পাপ কে শুধু নয় পাপীকেও ঘৃনা করতে হবে ”
আবার কেঁপে উঠলেন মোখলেস, তোতলাতে তোতলাতে বললেন এভাবে কেন বাবা ? শব্দ টা তো হবে “পাপ কে ঘৃনা কর পাপীকে নয়”
তাই বলে কোন পাপীকে তো আর আমি সম্মান করতে পারিনা... আমি পাপীকেও প্রচন্ড ঘৃনা করি, কারন পাপীরাই তো পাপ করে,পাপ তো নিজে থেকে হয়না, পাপ তো একটা জড়বস্তু, একটু চেষ্টা করলেই তো সততার সাথে জীবন যাপন করা যায় তাই না ? এই যে তুমি যেমন করছ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।