আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃনা করি আমি এই বিজয় দিবস...ঘৃনা করি আমি বাংলাদেশের স্বাধীনতা............

বাধা মানিনা

৪৩টি বছর পার হয়ে গেলো আথচ আজো স্বাধীন হলো না পূর্ব পাকিস্তান। আজোও সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার মূহুর্তে শুধু মনে হয় এই বুঝি শেষ বের হওয়া। আর বুঝি সন্ধ্যায় বাড়ী ফের হওয়া যাবে না। হয়তো কোন এক যাত্রিবাহী বাসে ককটেলে আর পেট্রোল বোমার আগুনে পুড়ে মরে থাকবো রাস্তায়। হয়তো বা দস্যু আর পুলিশের গোলাগুলির মাঝখানে পড়ে ক্রুস ফায়ারে ত্যাগ করবো শেষ নিস্বাশ।

অথচ কিছু লোক দাবি করে এদেশ নাকি স্বাধীন হয়েছে। আর মাত্র কয়েকটি ঘন্টা পরই এ লোকালয়ের মানুষ মুখর হয়ে উঠবে সেই তথা কথিত বিজয় উল্লাসে। এ দেশ আর গনতন্ত্র রক্ষায় নাকি আজো তারা লড়াই করে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। ঘৃনা করি আমি এই বিজয় দিবস...ঘৃনা করি আমি বাংলাদেশের স্বাধীনতা............। ঘৃনা করি আমি এই গনতন্ত্র।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.