© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।
অনুভূতিটা একদম অন্যরকম । আর দশটা অনুভূতির(হাসি,কান্না,কষ্ট কিংবা যৌনাভূতি ইত্যাদির) মত হয়তো বা না। হয়তো প্রথম বলেই সে এতটা প্রবল আবেগময়,এতটা সুন্দর,এতটা রহস্যময়।
কোন এক গিফট পাওয়া সাদা-লাল টি-শার্টে খুঁজে পাই “Kiss Is the chemistry of love”. তো রসায়নের সেই সূত্রকে আবিষ্কার করার এক সুপ্ত বাসনা জন্ম নেয় এই তত্ব শুনার পর।
কিন্তু বাসনা বা ইচ্ছা পূরণের জন্য যেই মানুষটা কে চাই,সে তখনো ও ছিলও চির অধরা।
কৈশোর উত্তীর্ণ যুবকের কাছে তখন ছিলও পৃথিবীটা সারপ্রাইজ বক্স এর মত এক খেলনা। একা মনে গান গেয়ে যাওয়া কিংবা কৃষ্ণচূড়ার দিনে রাধাচূড়াকে খোঁজা। সব কিছুই সাদা শুভ্রতার চাদরে মোড়ানো।
অদেখা মানুষটার কণ্ঠস্বর এর স্বরলিপি, বৃষ্টির টুপটাপ শব্দ করে আমায় গান শোনাতো মুঠোফোনের বদৌলতে।
আকাশটা তখন আরও নীল। আগস্টের আকাশটায় তখন ছোপ ছোপ সাদা মেঘের দৌড়াদৌড়ি। আমি মুগ্ধ!
অদেখা মানুষের সাথে প্রথম দেখা পরিচয়ের বহু দীর্ঘ সময়ের পর ঐ আগস্টেই। মৃদু বাতাসে তার উড়ে যাওয়া চুলের গন্ধ...বিমোহিত আমি। হারিয়ে যাই তার চুলের দীর্ঘ ছায়ায়।
রিক্সা ছুটে চলে মরা তুরাগের মাঝখান দিয়ে। ফুটে থাকা শাপলাদের আহ্বান বৃষ্টির জন্য।
বৃষ্টি নামে।
ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি আমাদের ভিজিয়ে যাওয়ার আপ্রাণ সংগ্রাম লিপ্ত।
প্রতিরোধের সকল ব্যবস্থায় প্রস্তুত আমারাও আকাশ রাঙা আবরণ দিয়ে। বৃষ্টি ভিজিয়ে যায়,আমাদের!হাতের নখের মাথায়,ঝাপটা এসে লাগে মুখে। সংগ্রাম আপ্রাণ,বৃষ্টিকে ঠেকানোর।
আমার হাতটি ধরে রাখে অদেখা কণ্ঠস্বর এর সেই মানুষটি মেঘের গর্জনে শক্ত করে। রিক্সা ছুটে চলে তখন আরও প্রবলে বৃষ্টিকে পাল্লা দিয়ে।
আমি চেয়ে থাকি সেই অবাক মুখশ্রীর দিকে!বিস্ময়,ভয়,জড়তা,কৌতূহল…..ভালোবাসার অনুভূতি। অদ্ভুত অনুভূতি সেটা। অদ্ভুত সেই বৃষ্টির সুরের আবেদন।
আমার অবাক তাকিয়ে থাকা….আরও অবাক করে দেওয়া সেই মানুষটা। যার অবাক করে দেওয়া চোখ বন্ধ করে কাছে আসা,এসে আমার ঠোঁট দুটো স্পর্শ করে যাওয়া।
প্রথম চুম্বনের রসায়ন আর বৃষ্টিতে সিক্ত আমি। এখনো মিস করি তাকে বৃষ্টি দেখলে কিংবা মেঘের গর্জনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।