তারা একে অপরের অপরিচিত। দুজনার প্রথম দেখাটা ক্যামেরার সামনেই। এই অপরিচিত মানুষ দুটোকে বলা হলো একে অপরকে চুমু খেতে। শুরুতে জড়তা থাকলেও তারা সেটা ভালোভাবেই করলেন। আর ইন্টারনেটে চুমুর এই দৃশ্য ইতিমধ্যে দেখে ফেললেন ৬ কোটি মানুষ।
চলচ্চিত্র পরিচালক টাটিয়া পিলিয়েভারের তৈরি সাড়ে ৩ মিনিটের ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয় গত ১০ মার্চ। 'ফার্স্ট কিস' বা 'প্রথম চুম্বন' শিরোনামের এই আয়োজনে ২০ জন একেবারে অপরিচিত মানুষকে ১০টি গ্রুপে ভাগ করে একে অপরকে চুমু দিতে বলা হয়। বিভিন্ন বয়সের, এমনকি সমকামী নারী এবং পুরুষরাও এতে অংশ নেন। মাত্র এক সপ্তাহে ভিডিওটি ইন্টারনেটে দেখেছেন ৬ কোটি মানুষ।
তবে এই আয়োজন নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে।
শুরুতে ভিডিওটি নেহাতই সাধারণ মনে হলেও এখন গণমাধ্যম জানাচ্ছে যে, এটা আসলে একটি 'বিজ্ঞাপন'।
হাফিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এক পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের জন্য এটা তৈরি করা হয়। বিজ্ঞাপনে অংশ নেওয়াদের মধ্যে অভিনেতারাও ছিলেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।