``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
প্রথম চুম্বনের দাগ
প্রথম চুম্বনের দাগ মুছে না
শ্যাম্পু সাবান সোডা ঘষে ঘষে
চামড়ার পলেস্তা খসে ঠোঁট দু’টো হয়ে গেছে
ভেঙ্গুরের খাদ
অদৃশ্য উল্কির বিভা, মাংশের গভীরে আঁকে
লাল লাল টক টক মাংশের ক্ষত
কিছুতেই যায় না মোছা প্রথম চুম্বনের দাগ
মানুষের ঠোঁটে রাখা প্রথম বিষাদ
জলের স্পন্দন পেলে
নিমেষে ফোটায় ঠোঁটে রক্ত-রাঙা ফুল
কেউ কি মুছতে পারে প্রথম চুম্বনের দাগ
আমার প্রথম দাগ তোমার ঠোঁটে
হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় কিংবা
চতুর্থ পঞ্চম
আর
প্রথমটা রেখেছো তুমি অন্যের দখল !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।