আমি আকাশ ছুঁয়েছি, তবু আমার
ঘর বিছানা বালিশ পড়ে আছে ধুলোয়
আমি পাতাল ফুঁড়েছি, সোনার মেডেল পেয়েছি, তবু আমার
মায়ের জীবন এখনো বাঁধা আছে ভাঙা কুলোয়।
হায়রে আমার জনম দুঃখী, অভাগিনী মা....
তোকে নিয়ে একটা দিনও ভাবতে চাইলাম না।
তোর পদ্মা যমুনা মেঘনায় এখন চলে গরুর গাড়ী
বেকার যুবক দলে দলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে পাড়ী
সেলাই দিদিরা মরছে পুড়ে সকাল সন্ধ্যা সাজে
তোর রাখালীর বাঁশি এখন বে-সুরেতে বাজে
হায়রে আমার জনম দুঃখী, অভাগিনী মা....
তোকে নিয়ে ভাবার আমি সময় পাইলাম না।
(চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।