আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিপণ নিয়ে প্রবাসি বন্ধুকে খুন: মহিলাসহ গ্রেফতার ৩

কুমিল্লায় অপহরণ করে মুক্তিপণ আদায় শেষে জবাই করা এক প্রবাসীকে হত্যা করেছে তার বন্ধুসহ সহযোগীরা। অপহরণের ৪ দিন পর কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গত সোমবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ি থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মহিলাসহ ৩জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশরাফ ভুইয়া জানান, নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বসাবাসকারী সামছুল হুদা (৩৮) গত ১১ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে আসেন। ১২ ডিসেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন।

ঐদিন বিকেলে একটি মোবাইল ফোন থেকে আত্মীয় স্বজনদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় বিকাশের মাধ্যমে আড়াই লাখ টাকা দেওয়া হয়। এর পরে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ঐ দিন রাতে সামছুল হুদার স্বজনরা থানায় জিডি করেন।

পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থেকে সামছুল হুদার বন্ধু হোটেল ব্যবসায়ী রিপন (৩২), রিপনের বান্ধবী তাছলিমা আক্তার (২৬) ও কর্মচারী শাহাবুদ্দীনকে (২২) আটক করে। তাদের স্বীকারোক্তি অনুসারে পুুলিশ সোমবার রাতে হাউজিং এস্টেটের ৪নং সেকশনের বিবর্তন নামের একটি বাড়ির ৫ তলা থেকে সামছুল হুদার জবাই করা লাশ উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, সামছুল হুদাকে অপহরণ করে নগরীর হাউজিং এস্টেটের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রিপনের বান্ধবী তাছলিমার সাথে তার কিছু আপত্তিকর ছবি তুলে তা বাইরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে। এক পর্যায়ে সামছুল হুদা তাদের দেখে নেয়ার হুমকি দিলে তাকে জবাই করে হত্যা করা হয়।

নিহত সামছুল হুদার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায়। ঘাতক রিপনের গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের মানিকপুর গ্রামে।

শাহবুদ্দীনের বাড়ি একই উপজেলার আটগ্রামে। তাছলিমা কুমিল্লা সদরের চাঁন্দপুর বউ বাজারের খোকন মিয়ার স্ত্রী। এ ব্যাপারে ১৬ ডিসেম্বর নিহতের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.