আমি দেশিয় বিশেষ করে রাজশাহীর পন্যকে বিশ্বের দরবারে পরিচিত করানর লক্ষ্যে একটি ওয়েব সাইট যার নাম বিডি এগ্রো মার্কেটের ডট কম চালু করেছি । । আমাদের লক্ষ্য বিষ ও রাসায়নিক মুক্ত সকল ধরনের এগ্রো পন্য সহ রাজশাহীর আম ও আম জাত পন্য বিশ্বের দরবারে পৌছানো । । ২০১২ সালে আমাদের যাত্রা শুরু হলেও আমরা অল্প সময়ের মধ্যেই শুনামের সাথে আমাদের পন্য বিশেষ করে রাজশাহীর আম ও লিচু সারা দেশে পৌছতে সক্ষম হয়েছি ।
। এখানেই শেষ না, আমাদের কাজেকে সাধুবাদ জানাতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) আমাদের পুরস্কৃত করে সন্মানিত করেছে । ।
রাজনৈতিক অস্থিরতার কারনে গত বছর ২০১৩ সালে আমরা ঢাকায় আমাদের ব্যাবসা তেমন একটা ভাল হয়নি । ।
তবে অনেক প্রবাসি অনেক ভাই আমাদের কাছ থেকে আমাদের রাসায়নিক ও ফরমালিন মুক্ত আম বিদেশে বিক্রির জন্য নিতে আগ্রহ প্রকাশ করেছেন । । সময় ও যোগাযোগের অভাবে আমরা আমাদের পন্য ও আম দেশের বাইরে পাঠাতে পারিনি । । তবে এ বছর আমরা আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি ।
। যাতে করে আমাদের পন্য কেউ নিতে চাইলে আমরা আমাদের পন্য বিদেশ পর্যন্ত পৌছানোর সব ব্যাবস্থা করতে পারি । ।
আমারা আবারও প্রবাসি ভাইদের দৃস্টি আর্কষন করে বলছি । ।
আপনারা ব্যাবসার জন্য আম চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । । কারন আমাদের বাগানে আমের মুকুল দেখা দিয়েছে । । তাই আমাদের হাতে সময় অনেক কম সব রকমের প্রস্তুতি গ্রহনের ।
। আমাদের সাথে যোগাযোগ করুন । । অথবা ভিজিট করুন বিডি এগ্রো মার্কেটের ডট কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।