জীবন অনেক দামী..কাজ প্রচুর...সময় কম।
আমাদের এ স্বল্প হায়াত অনেক দামী। একে আমরা অনেকভাবেই ব্যয় করতে পারি। কিন্তু একটু চিন্তা করা দরকার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। শ্রেফ জানোয়ারের মত খাওয়া, ঘুম, আর অন্যান্য জৈবিক চাহিদা পূরন করেই এটাকে পার করে দেব নাকি যে বিরাট উদ্দেশ্যে এটা সৃজিত হয়েছে তার দিকে নজর দেব?
প্রত্যেকের উচিত চিন্তা করা যে আগামীকালের জন্য সে কতটুকু তৈরী হয়েছে ! দুনিয়ার হায়াত আমাদের ধোকায় ফেলে দেয়।
পার্থিব জীবনের সুখের জন্য মানুষ কত চেষ্টায় না লিপ্ত। অথচ জীবনের উদ্দেশ্য এটা ছিল না। প্রকৃতপক্ষে জীবন কাটানোর জন্য নয়। আমাদের এই স্বল্প হায়াত অনন্ত এক জীবন বানানোর জন্য।
আল্লাহ তায়ালা তার পবিত্র কালামে বহু জায়গায় এই সতর্ক করেছেন।
সূরা আল কিয়ামাহ এরকম একট সূরা যা বুদ্ধিমানদের চিন্তার খোরাক হবার জন্য যথেষ্ট। আসুন ১০টা মিনিট ব্যয় করে অর্থসহ এই সূরাটির তেলাওয়াত শুনে নেই।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।