থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
উপরের কথাটি আমার নয়। আমাদের মত লোকেরা এই সব কথা বললেও তা পেপার-পত্রিকায় আসে না। দেশের নেতৃস্থানীয়রা এই সব কথা বললেই তা পেপারে আসে। [ এইখানে বিস্তারিত]
আমরা জেনেছি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ইসতানবুল থেকে ঘুরে এসেছেন।
জানামতে উনার সাথে সফর-সঙ্গী হিসাবে ৯৩ থেকে ১০৫ জন অতিথি ছিলেন। এদের ভেতরে কিছু ব্যবসায়ীরা নিজেদের খরচে ঘুরে এসেছেন। কিন্তু অনেক লোক ফাও ফাও ঘুরতে গিয়েছিলেন।
তাহলে প্রশ্ন হচ্ছে, জনগণ কর দিবে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা থেকে, আর সেই টাকা এইসব অপ্রয়োজনীয় লোকদের মৌজ করার জন্য রাষ্ট্র ব্যয় করবে, এইটাই কি সভ্য দেশের নীতি?
এর বিরুদ্ধে কি আমাদের কিছুই করার নাই? আমরা সাধারন জনগণ কি আমাদের দেশের এই দুরাবস্থা শুধু দেখেই যাবো, এর জন্য আমরা উদ্যোগী হয়ে কিছুই কি করতে পারবো না?
আমাদের মনে হয় সময় এসেছে কিছু একটা করার। আসুন না, বিরূপ ভাবে না দেখে দেশের মঙ্গল ও স্বার্থ চিন্তা করে কিছু একটা করার উদ্যোগ নেই।
যাউব সমাজের উদ্যোগ নিশ্চয়ই বিফলে যাবে না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।