ডেভিস কাপের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্র। ফাইনালে সার্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে তারা। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ দলের জন্য ঠিক মত কাজ করলেও সতীর্থদের ব্যর্থতায় ডেভিস কাপের শিরোপা জিততে পারেনি সার্বিয়া। পুরুষদের দলগত টেনিসের সবচেয়ে বড় আসরের শ্রেষ্টত্ব ধরে রাখলো চেক প্রজাতন্ত্র।
বেলেগ্রেডে ফাইনালের চতুর্থ ও শেষ এককে সার্বিয়ার দুসান লায়োভিচকে সরাসরি সেটে হারিয়ে ৩-২ ব্যবধানে শিরোপা নিশ্চিত করেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৪তম চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানাক।
গত বছরও শিরোপা নির্ধারণী শেষ এককটি জিতে চেক প্রজাতন্ত্রকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি।
১ ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে লায়োভিচকে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্তেপানাক। ফাইনালের চারটি একক ও একমাত্র দ্বৈতের কোনো ম্যাচই পাঁচ সেটে গড়ায়নি। সবগুলোই শেষ হয়েছে সরাসরি সেটে। ম্যাচগুলো এমন একপেশে হলেও শিরোপার লড়াইটা একতরফা ছিল না মোটেও।
এরপর শনিবারের একমাত্র ম্যাচ দ্বৈতে সার্বিয়াকে ৬-২, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ২-১ এগিয়ে যায় চেক। শিরোপা ধরে রাখার স্বপ্নও দেখতে শুরু করে তারা।
কিন্তু রোববার রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ তৃতীয় এককে বার্ডিচকে ৬-৪, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে সার্বিয়াকে শিরোপা লড়াইয়ে ফেরান জোকোভিচ। কিন্তু শেষ এককে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারলেন না লায়োভিচ। সার্বিয়ার দ্বিতীয় শিরোপা স্বপ্ন তাই অধরাই রয়ে গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।