বি:দ্রি হিউমরহীন ব্যাক্তিদের প্রবেশ নিষেদ ।
আমি ভাই লোকাল আইএসপি এর ব্রডবেন্ড ইউজার ! আনলিমিটেড ছারা আমার কেমন জানি ইন্টারনেট ইউজ কইরা মজা লাগে না ! এইসব লিমিটেড টিমিটেড আমার সাথে বাজ খাই না ! ৩ জিবি , ৬ জিবি ১২ জিবি এইগুল তো একটা মুবি ডাওনলোডাইলেই খতম হইয়া যাই ! ১২জিবি শেষ করা তো আমার এক রাইতের খেলা ! কিত্নু বর্তমানে আমার লোকাল আইএসপির স্পিড ওয়াসার পানির লাইনের টিউবওয়েলের চেয় স্লো
তাই ওয়াইমেক্স এর মাঝে আনলিমিটেড খুজতে ছিলাম কিছু দিন ধরে। আজকে কিউবিতে দেখলাম একটা প্যকেজ আছে নাম "স্কাই" আবার বাংলালায়নে দেখলাম একটা প্যকেজ আছে নাম "কিং" দুইটা প্যকেজেই ফেয়ার ইউসেজ পলিসির কথা বলা হয়েছে মানে নিচে লিখা রয়েছে "Fair usage policy is applicable on King plans,Fair Usage Policy is applicable for Sky packages." এই ফেয়ার ইউসেজ পলিসি সম্পর্কে জানতে ফোনাইলাম বাংলালায়ন "কেয়ার" এ । ওই বেটা কইলো ফেয়ার ইউসেজ পলিসি মানে নাকি ৪ ঘন্টা একটানা ডাওনলোড করা যাইবো না, মানে ৪ ঘন্টা একটানা ডাওনলোড করলে নাকি লাইন কাইট্টা যাইবো অটোমেটিকালি ,তারপর নাকি আবার রি কানেক্ট করতে হইবো, এইটা নাকি বিটিআরসির নিয়ম !, ।
পরে জিজ্ঞেস করলাম ভাই এইটা আনলিমিটেড তো ?
তারপর ও বলল হ্যা আনলিমিটেড।
তাবে কেন জানি কথা টা আমার কাছে সত্যি বইলা টিকতাছে না বিটিআরসির ওয়েব সাইটে গুতাগুতি কইরাও ফেয়ার ইউসেজ পলিসি সম্পর্কে কিচ্ছুই পাইলাম না । তাই পরে গুগলে সার্চ মারলাম আর এই সম্পোর্কে একটা লেখা পাইলাম পইড়া তো আমার চোখ কপালে ।
তাই এখন সামুর ভাইগো কাছে জিনিস টা আরো ক্লিয়ার করতে আইলাম !
কেউ এই ফেয়ার ইউসেজ পলিসি সম্পর্কে জানলে আওয়াজ দেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।