আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে কিউবি.......

আমি সব কিছু সহজভাবে চিন্তা করতে চেষ্টা করি। আমি কিউবি ব্যবহার করি 1 Mbps-এর কানেকশন। ডাউনলোড স্পীড মোটামুটি ঠিক থাকে, আপলোড স্পীড খুব-ই কম। তবে, এখন যেই সমস্যায় পরেছি সেটা হল গত ২-৩ দিন থেকে ডাউনলোড স্পীড খুব-ই কম পাচ্ছি। গতকাল কাস্টমার সেন্টার-এ ফোন দিয়েছিলাম।

ওরা আমাকে জানাল যে আমি এই মাসে প্রচুর ডাউনলোড করেছি, এইজন্য আমার স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়েছে! আমি বললাম যে, আমিতো আনলিমিতেড প্যাকেজ ব্যবহার করি, আর এত স্পীডের কানেকশন তো নিয়েছি ডাউনলোডের জন্যই, শুধু ব্রাউস করার জন্য তো এত স্পীড নেয়া দরকার লাগে না আমার। ওরা বলল যে, "ডাউনলোড স্পীড আনলিমিতেড-ই। কিন্তু, একটা ইউজার যদি একমাসে অনেক বেশি ডাউনলোড করে ফেলে, তাহলে ঐ এলাকায় যাতে অন্য ইউজারদের সমস্যা না হয়, এজন্য ঐ ইউজারের স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়। এটা কিউবির Fair usage policy. দুই-তিন দিন কোন ডাউনলোড কইরেন না, তাহলে ইনশাল্লাহ আবার স্পীড ঠিক হয়ে যাবে। " এখন কথা হল, আমি এত টাকা দিয়ে 1 Mbps-এর কানেকশন ব্যবহার করি।

আর আমি বেশি ডাউনলোড করতে পারব না! আমার প্যাকেজের জন্য আমি টাকা দেই, আর অন্য ইউজাররা তাদের প্যাকেজের জন্য তারাই টাকা দেয়। অথছ, আমার আনলিমিতেড প্যাকেজে আমার বেশি ডাউনলোডের জন্য অন্য ইউজারদের সমস্যা হয়-এটা কি আমার দোষ!!! এরকম যদি আগে শুনতাম যে, আনলিমিতেড প্যাকেজে বেশি ডাউনলোড করলে Fair usage policy অনুযায়ী স্পীড কমিয়ে দেয়া হয়, তাহলে তো আর এই কানেকশন নিতাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.