আমাদের কথা খুঁজে নিন

   

কিউবি মডেম



কিউবি ল্যাপটপ ফেয়ার থেকে কেউ কি মডেম কিনেছেন বা ফ্রী পেয়েছেন ? স্টার্ট আপ ব্যলান্স কত দেখায় ? আমার তো প্রিপেইড এ মাত্র ২৪৮ মে. বা. দেখায়। এটা তো ২ জিবি হবার কথা কিউবির সেলসম্যানদের কথা মতে!!! আর প্রতি লগওনে ১ মে. বা. শেষ ; ব্রাউজ না করলেও। অদ্ভুত। এরা জানে না ; নাকি জেনেও মিথ্যা বলে বুঝলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।