আমাদের কথা খুঁজে নিন

   

কিউবি সমাচার

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

এর আগে কিউবি আর বাংলা লায়ন এর প্রাথমিক ধারণা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তার বেশ কয়েকদিনের মাথায় কোন লাইন নেয়া বেশি লাভবান হবে এমন নানান চিন্তার চিতা পার করে কিউবির সাথে যাওয়ার সিদ্ধান্তই পাকা পোক্ত করলাম। আজ দেড় মাসের মত কিউবি ইউজানোর পর মনে হল এখানে একটা পোস্ট দেই আমার এক্সপেরিয়েন্স নিয়ে কারন অনেকেই যারা ইউজ করছে তার মন্তব্য জানতে চায় কিন্তু যারা ইঊজায় তারা বলে নিতান্তই কম!! আমি খুব ডিটেইলস এ আমার অভিজ্ঞতা বলার চেষ্টা করছি। প্রথমত আমি মোহাম্মপুর এলাকায় থাকি। কিউবি লাইন দেয়ার সময় প্রথমেই চেক করে নেয় আপনি লাইন পাবেন কিনা আপনার বাসায় ঠিক মত।

http://192.168.3.1 এটা ওদের মডেম এর এড্রেস। এখান থেকে আপনি আপনার কিউবি একাউণ্টের অনেক কিছুই ঠিক করতে পারবেন। এইখানে স্ট্যাটাসে গিয়ে নয়েজ রেশিও নামের ১টা জিনিস সবার আগে চেক করা হয়। এই রেশিও ১২ ডিবিএর নিচে থাকলে ওরা লাইন দেয় না। বলে রাখি,আমার বাসায় আমি খুব ভাগ্যবান,কারন আমার বাসা হচ্ছে ১৩ তলায়,সাধারণ নিয়ম অনুযায়ী আমার নয়েজ রেশিও অনেক কম পাবার কথা ছিল কিন্তু আমার বাসার খুব কাছে ওদের বেস স্টেশন থাকায় আমি বরাররই ২২ ডিবি এর মত রেশিও পাই যেটা অনেক অনেক ভাল।

যাই হোক,১৫ পর্যন্ত রেশিও থাকলেই আপনি পুরা স্পিড ই পাবেন। এখন আসা যাক পরের হিসাবে,যেটা আমার কাছে সব চাইতে ইম্পরটেন্ট,স্পিড। আমি প্রথমে ওদের ৫১২ কেবি এর লাইন নেই। আমার পক্ষে অবশ্যই এই লাইনটা বেয়ার করা বেশ কষ্টকর,স্টুডেন্ট কিনা! চক্রান্তের আশ্রয় নিতে হল ভাই ইউজ করে সিটিসেল ঝুম মডেম,নানান পাম পট্টি দিয়া ওরে মাইন্ড ওয়াশ করলাম যে ওয়াই ম্যাক্স একটা সেইরকম মাইরে বাপ জিনিস আমার সাথে শেয়ারে লাইন নাও,১ মাস চালাইলে ঝুম তুমি ছুইড়া ফেলাই দিবা ইত্যাদি ইত্যাদি বইলা ভাইরে বানাইলাম বলির বখরা মডেম আর রাউটার (যেটা দিয়ে ওয়াই ফাই চালানো যায় ল্যাপি তে আর ৪টা পিসিতে ওয়্যার লাইন দেয়া যায়) সব কেনার বোঝা ওর ঘাড়ে চাপায় দিলাম আমার ভাই এমনিতে পিসিতে নেট মানেই মেইল চেক ,চ্যাট আর হাল্কা ব্রাউজিং,আসল মজা তো লুটবো আমি যাই হোক,অবশেষে লাইন এক্টিভ। ৫১২ এর লাইন,২ পিসি তে কানেক্ট করা হোল।

অনেক বড় না করে সংক্ষেপে বলি,আমি ওদের লাইন নেয়ার পর এভারেজে ৫২-৫৫ কিলোবাইট (বড় কেবি) স্পিড পেয়েছি। তবে এখানে কথা আছে,আমি অবশ্যই হার্ডকোর ডাউনলোডার এবং আপনারা জানেন ও মনে হয় যে ওদের একটা ফেয়ার ইউজেস পলিসি আছে,আমি তার থোড়াও কেয়ার করি নাই আমি রাত দিন ডাউনলোডাইছি! তবে,১৫-২০ ঘন্টার মত টানা ডাউনলোড করলে স্পিড নেমে যায়। তখন ৪০ এমনকি ৩৫ এও নেমে আসছে ডাউনলোড। তারপরেও আমি থামি নাই,আমার জন্যে এটাও কম না টাকা তো কম দিতাছি না! সব মিলাইয়া আসল হিসাব দিচ্ছি। আমি গত মাসে ওদের লাইন দিয়ে সব মিলিয়ে ৭৫ জিবি ডাউনলোড করছি মাত্র আইডিএম থেকে পুরা হিসাব মিলাইলাম।

সব মিলাইয়া ৯৮টা মুভি এবং বাকি জিনিস তো আছেই। ইউটিঊব দেখছি প্রাণ ভইরা যদিও বাফারিং হয় কিছুটা নেটে অস্কার দেখলাম কিছুদিন আগে বাফারিং ছাড়াই যাই হোক,মাস শেষে এর জন্যে আমাকে ১৩০০টাকা গুন্তে হইয়েছে,বাকি ১৩০০ বিগ ব্রো এর কিছু এডিশনাল তথ্য। আমার সামনে এক্সাম,ভাইরেও এত লুটা ঠিক হচ্ছে না,তাই এই মাসে ২৫৬ কেবি এর লাইনে সিফট করলাম,সিস্টেম খুব ই ইজি,আমার একাঊন্ট থেকে প্যাকেজ চেঞ্জ রিকুয়েস্ট পাঠানোর ২ঘন্টার মধ্যে প্যাকেজ চেঞ্জ। বিলিং ও ভাল,আমি যদি মাসের মধ্যে কিছুদিন লাইন না চালাতে চাই,ওদের বলে দিলে ওরা লাইন অফ রাখবে এবং তার জন্যে আমাকে টাকা দিতে হবে না,এটা আমার কাছে অনেক বড় সুবিধা। আমি প্রায়ি ঢাকার বাইরে ঢু মারতে যাই কিনা! তবে আমি শেয়ার করে ইউজ করলেও সাধারণ গ্রাহকদের জন্যে বিল্ এখনো অনেক বেশি,কিন্তু ওরাই বল্ল শিঘ্রী বিল আরো কমবে।

কাস্টমার কেয়ার ভালই,অন্তত লোকাল ব্রডব্যান্ডের চাইতে তো লাখ গুন ভাল,প্রফেশনাল বিহেভিয়ার,কাস্টমার ধরে রাখতে চায়। কিন্তু এই ১ মাসে বেশ কয়েকবার ঘন্টা খানেকের জন্যে লাইন একদম ই পাইনি,পরে ওরা বল্ল ,মাঝে মাঝে মডেম এর ১ ই পজিশনে বেস স্টেশনের সাথে কানেক্টিং এর প্রব্লেমের কারনে এমন হয়। যাই হোক,সব মিলিয়ে,আমি কিউবি নিয়ে হ্যাপি অনেক। এখন ৭২০ টাকায় ২৫৬ (বাকীটা.....) লাইন ইউজাচ্ছি। কেউ নিতে চাইলে ট্রাই মারতে পারেন,বাট অবশ্যি আপনার এরিয়ায় ওদের কাভারেজ কেমন এটা শিয়োর হয়ে লাইন নিবেন।

হ্যাপি ওয়াই মাক্সিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।