আমাদের কথা খুঁজে নিন

   

পাখির আঙ্গুল

এইতো!

মৃদু স্পর্শে জেগে উঠে পাখা সে স্পর্শ নেবে বলে প্রজাপতির প্রগাঢ় প্রতিক্ষা এক ঝাঁক সোনালি মাছ ভেসে ভেসে ছুঁতে চায় নরম শৈবাল মৌসুমি বায়ু মেঘ নিয়ে যেতে চায় বৃন্দাবনে দূর থেকে মনে হয় নেবুচাঁদের সবুজ উদ্যান ভেসে আছে এমিটিসের ঢেউ কাটা পর্বতে উন্মত্ত হাওয়া ছুঁতে চায় সারি সারি ঝাউগাছ পতেঙ্গার পাখিদের পাখা কর্নফুলির তীর থেকে এখনো ভেসে আছে মৃদু গুঞ্জন পালকের ভাজে ভাজে উড়ে যেতে চায় অপার্থিব উদ্যানে মৃদু স্পর্শে আমার জেগে উঠে সহস্র পাখা সহস্র পাখি হয়ে যায় তোমার স্পর্শিত আঙ্গুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।