এখনো অনেকটা পথবাকি
কিছু রাত জাগা পাখির সাথে
অস্থির আমি ভোরের অপেক্ষায়,
অন্ধকার শুয়ে রয় আমার ভেতর
তবু আলোর খোঁজে পথিক
শিশীরে ধুয়ে যায় দুঃখ আমার
তপ্ত রোদের ভেতর।
দীগন্তে ছুটে যায়
নীল কোন পাখি
কর্কশ কন্ঠে তার মধুর ধ্বনি
সুতীব্র চিঃকারে সে
ডাকিছে আমায়
দীগন্তের ওপারে
অতিদূর কোন পাহারের দেশে
আকাশ যেথায় নীল হয়েছে
হ্রদয়ের কাছে এসে
ঘাসের ডগায় শিশীর যেথায়
কান্না হয়ে ঝরে ।
ফুল গুলো সব ঝরিয়া পরে
ভোরের অনেক আগে
র্নিঘুম আমি---
কুরায়েছি তা
তোমায় দেব বলে
কিছু নাম না জানা পাখির সাথে
তোমার অপেক্ষাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।