আমাদের কথা খুঁজে নিন

   

দরপতনে ডিএসইতে ধর্মঘট, অনশন

স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচক কমে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩৭ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৩২ পয়েন্ট। দরপতনের এ ধারা অব্যাহত থাকায় সাধারণ বিনিয়োগকারীরা ডিএসই’র মূল ফটকের সামনে পূর্ব ঘোষিত আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন। দ্রুত পুঁজিবাজার স্থিতিশীলতা আনার জন্য জোর দাবি জানাচ্ছেন।

তাদের চারদিক দিয়ে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিনিয়োগকারীদের এ কর্মসূচির কারণে ডিএসই সামনের রাস্তার এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে গাড়ি ভাঙ্চুরের চেষ্টাকালে আমির হোসেন (৩০) নামের একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেনের প্রথম ১২ মিনিটে সূচক ৯১ পয়েন্ট কমে যায়। এরপর সোয়া ১১ টায় তা বেড়ে দাঁড়ায় ১১৭ পয়েন্টে।

বেলা সাড়ে ১১ টায় সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট কমে ৫হাজার ৪৭৩ পয়েন্টে নেমে আসে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৭টির দাম কমে যায়। মোট লেনদেন হয় ৬৬ কোটি টাকার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.