আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপক দরপতনে ডিএসইতে বিনিয়োগকারীদের বিক্ষোভ



ব্যাপক দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছেন। বিনিয়োগকারীরা আজ রোববার ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সাধারণ সূচক কমতে শুরু করে। বেলা ১১টা ২৪ মিনিটে সাধারণ সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়।

তবে দুপুর ১২টা ৭ মিনিটে সাধারণ সূচক ১৭৮ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনের রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা আশপাশের ভবন ও রাস্তা থেকে ইটপাটকেল ছোড়েন। বিনিয়োগকারীরা ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। মতিঝিল এলাকায় অল্প সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.