আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান মন্ত্রীর বক্তব্য শেয়ার বাজারের দরপতনে বিএনপিও জামাতের হাত আছে।



আমাদের মাননীয়া প্রধান মন্ত্রীসহ আরো জ্ঞানীগুনী মন্ত্রীরা একনাগারে বলে চলছেন, শেয়ার বাজারের দরপতনে বিএনপি ও জামাতের হাত আছে... আমি ও তাদের সাথে একমত, আসলেই তাদের হাত আছে........... কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা হলেন নির্বাচীত সরকার, দেশের জনগনের সরকার আর তারা হলো পরজিত, দেশের জনগন তাদের সাথে নাই,,,,.. তাদের হাত যদি থাকে একশত সেজায়গায় আপনাদের হাত থাকার কথা তো একলক্ষ...................... আপনারা এক লক্ষ হাত দিয়া কি একশত হাত দমন করতে পারেন না. ... একশত হাত দমন করতে না পারলে তাদের কাছে দায়িত্ব দিয়া দেন তারা যেহেতু এক লক্ষ হাত দমন করতাছে.. ......................ঠিক মতো কাজ করতে না পারলে আমাদের এতো হাত দিয়া কি করব.............. কম হাত দিয়া কাজ হলে সেটাইতো ভালো...কি খারাপ কিছু বললাম নাকি.. .. আপনারা যারা দায়িত্বে আছেন তারা তো দায়িত্বহীনতার পরিচয় দিলে হবে না...............দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে নেন... কোন অজুহাত দেখানোর তো কোন মানে হয় না. ........... ::: আপনার ম্যানেজম্যান্টে কি জন্য আছেন., অবশ্য্ই প্রতিপক্ষকে দমন করার জন্য ............ সেই জায়গায় আপনারা যদি নিজেরা দমন হয়ে যান তাহলে এতো খরচ করে ম্যানেজম্যান্টে লোক রাখার কি দরকার,,, : আমার কথা হলো প্রতিপক্ষ তো চাইবেই চাদাঁবাজী, সন্ত্রাসী, দুর্নীতি করতে,, আর যারা দায়িত্বে থাকবে তাদের দায়িত্ব হলো তা দমন করার ব্যবস্থা গ্রহন করা ..... ..............দমন করার ব্যবস্থা দমন না করে যদি বার বার বলে তাদের কারনে এইসব ঘটতাছে...................এর কোন মানে হয় না তো .................................................... : .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.