সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর
আজকে হবে হবে
তবে কি হবে তা জানিনা।
নাচ হবে, নাকি গান হবে
নাকি লুকিয়ে সুরা পান হবে
আজ বুড়িগঙ্গাস্নান হবে
নাকি খঞ্জরগুলো শান হবে
তা জানিনা। ।
আজকে একটা ফান হবে
তাতে অনেক পুলাপান হবে
নাকি ভীষণ অপমান হবে
তা জানিনা।
পাড়াটা খান খান হবে
আজ অদ্ভুত একটা গান হবে
নাকি খোকার অভিমান হবে
তা জানিনা।
ভূতেরা আজ প্রাণ পাবে
তাই রক্ত-মাংস ত্রাণ পাবে
নাকি সাকিব শতরান পাবে
তা জানিনা। ।
নাচে গানে ভরপুর
উড়ে যাওয়া কর্পূর
অদেখা সুদূরপুর
চিনি না।
এখানেই আছি ভাল
মাথায় আরো তেল ঢালো
শিক্ষাই নাকি আলো
মানি না, মানি না, মানি না । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।