স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে নিজেকে এখজন বাংলাদেশের দালাল হিসেবে বলি আজকের ম্যাচে কেনো নাজিমের মতো একজন টপ অর্ডারের ব্যাটসম্যান এতোগুলো বল খেলে এতো কম রান করলো ?? পাকিস্থানি প্লিয়ার কেনো তার সহজ ক্যাচ ফেলে দিলো ?? কেনো আম্পায়ার তাকে এল,বি দিলো না ? আর শেষে ওইভাবে মেরে আউট হলে কেনো তুই আগে হইলি না ?? খুব কষ্ট লাগছে মাশরাফি , সাকিব , তামিমদের জন্য ! খুব ভালোবাসি তোমাদের ভাই । বাংলার সত্যিকারের টাইগার তোমরাই । শাহাদাতের বোলিং বা নাসিরের পরে স্লো ব্যাটিং কোনটাই আমার কাছে এতোটা দৃষ্টিকটু লাগেনি । কিন্তু ক্রমাগত খারাপ খেলেও দলে চান্স পাওয়া নাজিমের এই খেলার কারণ জাওন্তে চাই । যে যাই বলুক । আমরাই এশিয়ার সেরা দল । আমরা যেভাবে লড়াই করে জিতেছি বাকি ৩ দলের কেউ তা পারে নি । হয়তো আজকে আমরা দূর্ভাগা কিন্তু হতে পারে এই পরাজয়েই আমরা আমাদের শক্তি ফিরে পেলাম । অনেক ধন্যবাদ বাংলাদেশের নবীন যোদ্ধাদের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।