ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
১
নির্দ্বিধায় ভাবতে পারি বলে
আগামীকালেরটা জমিয়ে রাখি
বুদ্ধিমানের মতো; তবু---
ভবিষ্যতে আমি -আমারই সন্তান,
যাকে বড় করতে হবে,
অর্থের যোগান চাই,
শক্তি জমাতে হয়;
খরচ বাঁচাতে হয়।
২.
অতীতের আমি -রাতের প্রেমিকা--
তবু হাত রেখেছিলাম মনে পড়ে;
বর্ষার শীত হয়ে চৈত্রের দুপুরে,
ফাল্গুনের ফুলের হয়ে
শীতের ভোরে,
গ্রীষ্মের ফলের মতো।
সেই আমি হয়তো অন্য কেউ।
খুঁজে দেখা সহজ,পেতে চাইলে
ফিরিয়ে দেয়, কখনো,
'না-যুক্ত' প্রতিধ্বনি।
৩.
বর্তমানের কথাই কেবল বলতে পারি,
মানুষর মতো কথা:
হাসতে গেলে ও দু:খ থেকে যেতে পারে খানিকটা।
বাস্তবিক তো এই:
আজকের আমি বাস্তব বলেই
আমি আজকের মতো আমার!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।