সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com
অনেক দিন আগে আমার এক কাজিনের জন্মদিনে ভিডিও করি। কিন্তু ভিডিও কোয়ালিটি বেশি ভাল হয়নি। তাই যখনই ভিডিওটা দেখতাম তখনই মন খারাপ হয়ে যেত। ইস!! ভিডিওটার কোয়ালিটি যদি আরেকটু ভাল হত! এমন আক্ষেপ থেকেই সমাধান খুজছিলাম।
যথা সময়ে পেয়ে গেলাম ছোট কিন্তু অসাধারন কাজের সফটওয়্যার।
এই ম্যাজিক সফটের নাম হলো Video Enhancer! নাম থেকেই আপনাদের ধারনা পাওয়ার কথা কেমন জিনিষ। এই সফট খুব সহজেই ঘোলা ভিডিও কে কনভার্ট করে ভাল কোয়ালিটির ভিডিওতে রুপান্তর করে। কেমন হতে পারে সেই কোয়ালিটি? চলুন কিছু হাতে কলমে প্রমান দেখি।
কনভার্ট করার আগেঃ
পরেঃ
আগেঃ
পরেঃ
কেমন বুঝলেন? তুলনা করে দেখুন অনেকটাই ভাল কোয়ালিটি হয়েছে।
কোন রকম অভিজ্ঞতা ছাড়াই এতটুকু ভাল করতে পারলেও কম কি? আর যদি একটু এডভান্স হয়ে ফিল্টার গুলো দিতে পারেন তাহলেতো কেল্লা ফতে!
যদিও তাদের দাবি হলো 480p to 720p, 720p to 1080p, 480p to 1080p!
যেভাবে ব্যবহার করবেনঃ
এখানে দুই রকম মুড আছে।
Simple mode এ কাজ করা খুব সহজ। ভিডিও এড করে দিন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে দিন। compression থেকে compressor সিলেক্ট করে দিন।
ব্যাস কাজ শেষ। এখন start বাটনে ক্লিক করে কনভার্ট করুন।
Advanced mode এ কাজ করতে করতে হলে কিছুটা অভিজ্ঞ হতে হবে। বিস্তারিত টিউটোরিয়াল পাবেন এখানে । তবে এটাও সহজ আছে।
ডাউনলোডঃ
Video Enhancer v1.9.6 । সাইজ মাত্র ৫ মেগাবাইট।
পোর্টেবল তাই ইন্সটলের ঝামেলা নেই। এমনকি ফিল্টারগুলাও এড করা আছে।
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
পূর্বে টেকটিউনসে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।