........ ২০১২-১৩ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেল/ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এ এমবিবিএস/ বিডিএস কোর্সে তৃতীয় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশিত হয়েছে । মোট ৫৫ জনকে এই তালিকাতে মনোনীত করা হয়েছে । এদের মাঝে এমন কিছু পরীক্ষার্থী আছে যাদের ফলাফল পুনঃনিরীক্ষণের পর মানোয়ন্নের পর নির্বাচিত বলে উল্লেখ করা হয়েছে । আপাতদৃষ্টিতে ব্যাপারটা তেমন সমস্যার মনে না হলেও একটু খতিয়ে দেখলে বেশ কিছু অসামঞ্জস্য খেয়াল করা যায় ।
যেমন ময়মনসিংহ মেডিকেলে চান্স পাওয়া ১৩১৬০৫ রেজিস্ট্রেশন নাম্বারধারী পরীক্ষায় পেয়েছে মাত্র ০.২৫! মোট স্কোর ১০০.২৫... মানোন্নয়নের কথা বলা হলেও ডিজিএইচএস এর ওয়েবসাইটে কোন ধরণের পরিবর্তন করা হয়নি এই পরীক্ষার্থীর রেজাল্টে ।
আর মানোন্নয়নে এমন আকাশ-পাতাল পার্থক্য কেন হবে? তবে যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেনি তাদের মাঝে তো অনেকেই এমন থাকতেও পারে । নাম্বার তুলতে ভুল হয়েছে এমন যুক্তিও মানা যেতে যদি না কেবল এই একটাই ঘটনা হত ।
কিন্তু শহীদ সোহরাওয়ার্দীতে এমন একজন চান্স পেয়েছেন যিনি কিনা প্রথম রেজাল্টে স্কোর করেছেন ১১২.২৫(সিরিয়াল ৫০০০৬)! অন্যদিকে চিটাগাং মেডিকেলে চান্স পাওয়া একজনের মোট স্কোর মাত্র ১০৬.২৫ । এই ধরণের ঘটনা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সে বিষয়ে আমি কোন রকম অনুমান করতে চাচ্ছি না আসলে । আমার প্রশ্ন হচ্ছে, এই তিনজনের রেজাল্ট চেঞ্জ হওয়ার পেছনে কোন ধরণের ফাউল প্লে হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়, যদি তা না হয়ও তাহলে রেজাল্ট চেঞ্জের এই আকাশ-পাতাল তফাত কিন্তু সংশ্লিষ্টদের অযোগ্যতা ও অদক্ষতার একটা প্রমাণ ।
যদি ভুল হয়ে থাকে তাহলে যারা যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেনাই তাদের ক্ষেত্রেও কি এমন ঘটনা কিছু থাকতে পারেনা? আর যদি অন্য কোন ব্যাপার থাকে, সেটা অবশ্যই দুশ্চিন্তার বিষয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।