মানবেতিহাসের শ্রেষ্ঠ নারী কে? এ প্রশ্নের উত্তর চাইলে একবাক্যে সবাই বলবে নবী নন্দিনী হযরত ফাতেমাতুয যাহরা। যদি প্রশ্ন করা হয় বেহেশতের যুবতিদের সর্দারকে? সকল মুসলমানই এ বিষয়টি স্বীকার করবে যে, হযরত ফাতেম। তাহলে আজ কেন তিনি সমাজে এতটা অবহেলিত। যার নামের আগে মা শব্দটি দিয়ে উচ্চারণ করে আমরা শান্তি পাই সেই মা সম্পর্কে আমরা আজ কেন বেখবর?
আজ অনেকের জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হয় বা হচ্ছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ নারীর শাহাদত বার্ষিকী কেন পালন করা হয় না।
আমরা কি জানি তিনি কিভাবে শহীদ হয়েছিলেন? কেন মাত্র ১৮ বছর বয়সে স্বীয় পিতা নবীজী (স.) এর ইন্তেকালের মাত্র ৭৫/৯৫ দিনের মাথায় তিনি শহীদ হয়েছিলেন?
তার মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল নাকি তিনি শহীদ হয়েছিলেন?
এরকম হাজারও প্রশ্ন আজ যদি মুসলমানদের সম্মুখে ছুড়ে দেয়া হয় তবে মুসলমানরা এর একটির জবাব দিতে ব্যর্থ হবে।
কেননা তার শাহাদতের প্রফাইল যদি উন্মুক্ত করা হয় তবে অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে। যাদের জন্য আজ বিরাট মর্যাদা ও গুণগান করা হয় তাদের অনেকেই তো হযরত ফাতেমার শাহাদতের কারণ ছিলেন। তারাই তার বাড়ীতে যেয়ে আগুন লাগিয়ে ছিল। তারাই তো তার দরজায় লাথি মেরেছিল যার কারণে তার পাঁজরের একটি হাড় ভেঙ্গে যায়।
আ
আমাদের জানা উচিত হযরত ফাতেমা যাহরা ছিলেন হযরত মুহাম্মাদ (স.) ও হযরত খাদিজা'র রেখে যাওয়া আমানত। তা সম্পর্কে যদি আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হয় যে, আমরা তাদের সাথে কিরূপ আচরণ করেছি, তবে আমরা কি জবাব দেব?
সর্বশেষে একটা কথা বলি, আমরা বেহেশতের আকাঙ্খা করি কিন্তু আমাদের মনে কখনও কি প্রশ্ন জেগেছে যে, বেহেশতের নারীদের সর্দারের মাজারটি কোথায় আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।