আমাদের কথা খুঁজে নিন

   

এটুকু বলে আমার আর তৃপ্তি হয় না। মনে হয় আরও বেশি কিছু বলি.....

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

সেদিন পারিনি, সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজ যখন ও ফোন দিল, থোকা থোকা কথা বলল, তখন সব শেষ। সম্পর্কটা এ রকমই, রাগ আর মান অভিমানে ভরা। যেন এই মেঘ এই বৃষ্টি।

মাঝে হঠাৎ বজ্রপাত। তারপর নিজেদেরকে নতুন করে চেনা। একটু আগে আমার কথাকলি সুন্দর একটা ছবি পাঠাল। শুধু সুন্দর বললে কম হবে। অসম্ভব সুন্দর একটা ছবি।

তিন বছর আগের। তবুও মনটা ভরে গেল। মন ভাল থাকলে ডাইরী লিখতে বসি। আজও বসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে।

বৃষ্টির শব্দ আমাকে আরও আচ্ছন্ন করছে। ছবিটা সামনে রেখে, ছবির মানুষটার সাথে কথা বলতে শুরু করলাম। কথা গুলো ডাইরীর বুকে সাক্ষ্মী হয়ে বেঁচে থাক। আজ কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে সে দিন আমি তোমার মুখের দিকে এতটুকুও খেয়াল করিনি। এক বারের জন্যেও চোখটার দিকে অপলক তাকিয়ে থাকিনি।

তাই তোমার চেহারা আমি ভুলে গিয়েছিলাম। অনেক দিন তোমার ফেস আঁকতে বসেছি, পারিনি। মনের পর্দায় ভাসেনি। তারপর যখন তিন বছর পর আবার দেখা হল, তখন যেন মনে হল, নতুন কাউকে দেখলাম। যার জন্যে মনটা যেন নিজের অজান্তে অপেক্ষায় ছিল।

ব্যাকুল হয়ে ছিল। ঘন কাল মেঘ যেমন বৃষ্টি ঝরিয়ে হাল্কা হয়, নিজেকে তখন সে রকম লাগছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি হঠাৎ হঠাৎ কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম। তুমি বেড়া ছেড়া কি সব বলছিলে।

অবশ্য অন্য দুটো কারনও ছিল। আচ্ছা তোমাকে কি আর কখনও মুখ ফুটে বলতে হবে যে, আমি তোমাকে ভালবাসি, ভীষন ভালবাসি। ইদানিং এটুকু বলে আমার আর তৃপ্তি হয় না। মনে হয় আরও বেশি কিছু বলি, আরও গভীর কিছু যেন শূন্যে থেকে যাচ্ছে। তখন আর ভাললাগে না? মনে হয়, কোথাও হারিয়ে যাই.............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।