জেগে থাকি, ঘুমাবো ভেবে...
ঘুম ভেঙ্গে উঠেই দেখি আমি ঘুমুচ্ছি !
আকাশ পাতাল নিরোগ বাতাস সবই আমার পাশ বালিশ হইয়ে জড়িয়ে আমায়,
টেনে টেনে স্বপ্ন জাগায়
আমি জেগে থাকি ঘুমের মাঝেই,
চেয়ে থাকি বন্ধ চোখে,
গন্ধ শুকি আমার আবেগের ।
যে আমায় ঘোরহীন ঘুমেও কাঁদায় ।
আমি দেখি; বেচে আছি,
আমি দেখি; সংকীর্ণ আকাশ,
আমি চলি একলা পথে, ক্লান্তির হাতে আঙ্গুল রেখে ।
পারিনা উপেক্ষা করতে আমার সংকীর্ণ আকাশের আলিঙ্গন ।
স্বপ্ন দেখ
হাতে দু'টাকার বাদাম, চোখে রঙ্গিলা ভবিষ্যতের,
তেতলার 'পরে সবুজ ঘুড়ির,
যা আমায় ভাসায়;আমি উড়াই না.।
আমি জড়িয়ে গেছি স্বপ্নে,
স্বপ্নময় স্বপন এখন আমার কোলেই মাথা রেখে ঘুমায় ।
স্বপ্নময় স্বপ্নের ফাঁদে আটকা পড়েছে আমার ঘুমন্ত অনিদ্রা ।
কিভাবে জাগি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।