আমাদের কথা খুঁজে নিন

   

জাগতিক সমীকরণ

চোখের আয়নায় প্রতিফলিত সার্থকতায় অনুপ্রাণিত প্রাণ

হঠাৎ নিচে ফেলে দেখি তুমি বউ হয়ে গেছ; দশ দিগন্তের মায়া ছাড়ি এইবার, ধরি রংধনু ডানা- মেঘপল্লবের বাতায়ন খুলে উঁকি দিই খুঁজে নিই স্বর্গের সিঁড়ি বেয়ে উঠার মন্ত্রকৌশল, যে রকম পরস্পর নগ্ন হয় সুখি দম্পতিরা কিংবা যে তাড়নায় জেগে ওঠে ঘুমন্ত মানুষ প্রতিদিন... বৃষ্টি নামে। স্বর্গের সপ্তম চূড়া থেকে নামে আষাঢ়স্য আশির্বাদ। তবু হুর-পরী থাকতেও গেলমানের কী দরকার, এই ভেবে লোভ বাড়ে বিড়ালের। নিচের মানুষও একসময় উপরে ওঠে জাগায় জাগতিক জঞ্জাল; ধুর্, এমন হলে যে পৌরুষের বারোটা বেজে যায়। তারপরেও জোঁকের মুখে থুথু দিয়ে উঠে দাঁড়ায় নিচের মানুষটি হঠাৎ দেখি বউ আমার কখন জানি স্বামী হয়া গ্যাছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।