অফিস থেকে ফিরতে ফিরতে
পেরিয়ে গেল মাঝরাত …ঘুট ঘুটে আঁধার।
চেনা গলি ও অচেনা ঠেকে
যেমন ঠেকে…এতদিন পরেও তোমায় ।
হঠাৎ দেখা আজ বিকেলে
অন্য গাড়ির জানালায়,কপালে সিঁদুর ;
আমার বুক পকেট ভেদ করে
যে দৃষ্টি খুঁজে ফেরে আশ্রয় আবার।
আজ ও আমি একা
একা এবং অনন্য,জাগতিক দোদুল্যতায়
স্থির হয়না মন। কে এবার এগুবে?
সেই দোলায় দুলছে আমাদের সেতু বাঁধন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।