আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে পরাজিত হয় জাগতিক সুখ....

আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........

দৃশ্যপট-০১ আঁধো আলো আঁধো ছায়া। সোডিয়াম আলোর নীচে ছোট্র ঠেলাগাড়ি। বড় বড় ঘাসের বিছানায় ব্যাঙের সঙ্গমধনি,সুমধুর সিম্ফনি- বহুদুর থেকে ভেসে আসে আবার বহুদুরেই ভেসে যায়। জুতোর সোলের রাস্তায় ঘসাঘসি ভাঙ্গা ভাঙ্গা চিৎ চিৎ শব্দ। একটু দুরে শহুরে রাস্তার রাতদুপুরে ধর্ষিত হবার ধ্বনি টুং-ঠাস, টুং-ঠাস,টুং-ঠাস।

দৃশ্যপট-০২ তোমাকে দৃশ্যপটে সাজালে ভূল হবে। যাযাবর সুখ তুমি। মনের নোঙ্গর থেকে মাঝে মাঝেই ছিটকে পড়। নীরবতার কাঁদাবালিতে আছাড় খেতে খেতে তুমি প্রেমিকা হও। তুমি মানে অস্বাভাবিক স্বপ্নবৃদ্ধি ,কষ্টের হাতলে হাত রেখে খুড়িয়ে খুড়িয়ে চলা অথবা অন্যপথে তুমিই আঁধো আলো আঁধো ছায়া, দৃশ্যপট-০১ দৃশ্যপট-০৩ আ জ কা ল ভালোবাসা.............. আজ নয় কাল ও নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.