আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ও লিনাক্স মিন্টে বাংলাসহ যে কোন ভাষা লিখুন ( মিন্ট ১০ জুলিয়া) একদম ইজি

Work, you’ll get the next preferred option

আসসালামু আলাইকুম ব্লগার ভাই ও আপুরা পরীক্ষার মাঝে আজ একটু অবসর.....আপনাদের সাথে শেয়ার করার কিছু শেয়ার করার জন্য। পরের পর্বে দিব কিভাবে সিডি ছাড়া যে কোন আই.এস.ও ইমেজ দিয়ে ইউএসবি মেমোরি ডিভাইস(মেমরী কার্ড ও পেনড্রাইভ) দিয়ে ওপারেটিং সিস্টেম ইন্সটল করবেন। প্রথমত, পোষ্টটা লিনাক্স এ নতুনদের জন্য তা এখন যেভাবে কাজ শুরু করবেন তা হলঃ ১. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন scim-avro scim-m17n ২. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ মেনু থেকে টার্মিনাল ওপেন করেন টাইপ করেনঃ im-switch -c (স্পেস টা খেয়াল করবেন) তারপর এণ্টার..... ৫ নম্বর অপশনে use scim via xim (scim) সিলেক্ট করেন (scim bridge না কিন্তু) সেভ করে বের হয়ে পিসি রিস্টার্ট করেন ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) এ scim setup এর জন্য আইকন আসে এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ। অভ্র টীমকে ধন্যবাদ....... টাইম থাকলে একটা গান শুনেনঃ http://www.youtube.com/watch?v=WzPNaFuT7mg

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.