আমাদের কথা খুঁজে নিন

   

অতিব জরুরী কথা----

নিজের সংগে যুদ্ধ করি তোমার সংগে মিত্রতা নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ মানুষ বলে হিংস্রতা.........

ছোটবেলায় নানারকম বাক্যসংকোচন পড়েছি আমরা।পড়তে পড়তে মুখে ফেনা তুলেছি।তারপর স্কুল পেরুতেই সব মাথা থেকে ডিলিট করে দিয়েছি!কারন অপ্রয়োজনীয় ফাইল দিয়ে মাথা ভর্তি করে রাখাটা কাজের কথা না।কিন্তু আজ দৈনন্দিন জীবনে দেখি এমন অনেক কিছুরই বাক্য সংকোচন হয় যা অতীব জরুরী হওয়া সত্ত্বেও স্কুলে পড়ানো হয় না।এমনই কিছু বাক্য সংকোচন এর দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতিসত্ত্বর ইহা পাঠ্যবইতে সংযুক্ত করা হয়! জল দেয় যা-ওয়াসা যা কষ্টে লাভ করা যায়-বিদ্যুৎ পা হতে মাথা পর্যন্ত-বোরখা ভালোবাসার বাঁধন-ঘটক পাখী ভাই জানার ইচ্ছা-উইকিপিডীয়া উপকার করিবার ইচ্ছা-জীবন বীমা যা সহজে লাভ করা যায়-সংসদ সদস্য পদ অনেকের মধ্যে একজন-মিস ইউনিভার্স অরিকে (শত্রুকে) দমন করে যে-ওবামা আপনার বর্ণ লুকায় যে-যুদ্ধাপরাধী যে অপেক্ষা করছে-পাওনাদার যে পরের দোষ খুঁজে বেড়ায়-রাজনৈতিক নেতারা গোপন করবার ইচ্ছা-শেয়ার বাজার তদন্ত রিপোর্ট দেখবার ইচ্ছা-প্রভার ভিডিও যা লাফিয়ে চলে-স্বর্ণের দাম যা নিবারন করা যায় না-প্রকৃ্তির ডাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।