আমাদের কথা খুঁজে নিন

   

অতিব জরুরী পরামর্শ (সর্ব সাধারনের জন্য নহে)



গত কাল হতে ঢাকা শহর খালি হইয়া যাইতেছে, আজ দেখলাম যানজন অনেকটা আগামী দুই দিনে একে বারে ফাকা হইয়া যাইবো, যারা ঢাকায় সব সময় ঈদ করেন এবং ঢাকার স্থায়ী বাসিন্দা তারা জানেন, ঈদের ছুটির সময় ঢাকার রাস্তা ঘাটে চলাচলে কিযে মজা, যারা থাকেন শুধু তাড়াই ভোগ করেন, আমাগো মন্ত্রী, মেয়র, ট্রাফিক পুলিশের স্বপ্ন যানজট বিহিন ঢাকা শহর, তাদের এই মহৎ উদ্দেশ্য কে সাফল্য করা জন্য বিনা মুল্যে আমার এ পরামর্শ। ১। গাজিপুর, টাঙ্গাইল, যাত্রাবাড়ি, সাভার আমিন বাজার, রোডে ঈদের ছুটিতে আর্মি নামানো হোক, যাতে ঈদের পর থেকে ঢাকা জেলার বাহির থেকে কোন বর্হিরাগত ঢাকায় প্রবেশ না করে তে পারে। বিশাল চেকপোষ্ট বসিয়ে সব গাড়ীকে সেখান থেকে এসেছে সেখানে চলে যেতে বাধ্য করতে হবে। ২।

লঞ্চ র্টামিনাল কে মাওয়া ঘাটের পর সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক, যাতে লঞ্চের মাধ্যমে বর্হিরাগত লোকজন প্রবেশ কারতে না পারে। আর্মির মাধ্যমে অবশ্যই করতে হবে, কারন পুলিসে বিশ্বাস নাই, তারা মামা চাচার পরিচয়ে, (দুপয়সার বিনিময়ে) বর্হিরাগত দের পুশ ইন করতে পারে। ৩। ট্রেন ইষ্টিশন জয়দেব পুরের পর করতে হবে। না হলে বর্হিরাগত রা ট্রেনের মাধ্যমে পুশ ইন হতে পারে,।

টেহা ছাড়া আর পরামর্শ দিতে পারুম না, কারন বিদেশী পরামর্শ কারীদের আনতে নাকি সরকার কোটি কোটি টেহা খরচ করে, আমি বিনামূল্যে দিমু কা ??? তয় মন্ত্রী, মেয়র, ট্রাফিক পুলিশের প্রতি আবেদন আপ্নেগো স্বপ্ন পুরুনের জন্য উপরেল্লেখিত পরামর্শ গুলি বাস্তবায়ন করিয়া, আমরা যারা ঢাকার স্থায়ী বাসিন্দা তাগো রক্ষা ও যানজট মুক্ত জীবন যাপনের সাহায্য করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।