সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!
আমার সাথে কেন কথা বলেন না?? আমাকে বুঝি আপনার ভালো লাগেনা তাইনা? দিন দিন আপনি আমাকে খুব ইগনোর করেন। যখন একটু রিপ্লে দেন,তখন মনে হয় যেন আপনি না পারতে আমার সাথে একটু কথা বলেন। আমি কিন্তু বুঝি। হতে পারে আমি আপনার অন্যান্য ফ্রেন্ডদের মত দেখতে স্মার্ট/হ্যান্ডসাম না। হাতে হুস্কির বোতল নিয়ে বা হাতে দামি ক্যামেরা নিয়ে রং ডং করে পিক তুলতে পারিনা, পারিনা দামি ক্যামেরা নিয়ে পিক তুলে ফেসবুকে দিতে।
পারিনা হাজারো মিথ্যে রং ডং করে বলতে। পারিনা চুল উচা উচা করে চলতে বা মেয়েদের মতো লম্বা চুল রাখতে। পারিনা না ফ্রেন্স কাট দাড়ি রাখতে কিংবা লম্বা লম্বা ডাকাতের মতো জুলফি রাখতে। পারিনা বাস্তবে আমি যা না, তা দেখাতে।
আমি অতি সাধারণ ঘরের ছেলে।
তিনবেলা ঠিক মতন খেতে পারি এইতো আলহামদুলিল্লাহ্। আমি স্মার্টনেস বলতে শুধু চালচলনে। আমি আমার ফ্যামিলিকে অনেক ভালবাসি। বলতে পারেন আমি ফ্যামিলি গাই (family guy -কনফিউস হবেন না )। আপনার সাথে থাকতে থাকতে আপনার ফ্যামিলিকেও আমার আপন মনে হয়।
বাস্তবতা কে সাথে নিয়ে ধর্মীয় মূল্যবোধ নিয়ে সকলের ভালবাসা নিয়ে আপনার (আপনার আপত্তি থাকলে অন্য কারো) হাত ধরে বাকিটা জীবন চলতে চাই। আমার খুব বেশী চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়ার মাঝে শুধু সম্মান, ভালবাসা, পরিবার। হুম টাকা দরকার ভালো মতন চলতে গেলে। আল্লাহর দয়ায় এখনো খুব ভালো মতন আছি ইনশাল্লাহ, আগামীতে আরও ভালো থাকবো।
আপনাকে আমি অনেক অনেক রেসপেক্ট করি, যাকে ভালো লাগা যায় তাকে রেসপেক্ট করা যায় তাইনা?? ।
আপনাকে দেখতে, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। ভালো লাগে আপনার গান শুনতে খুব ইচ্ছে ছিলো আপনার গলায় দুয়া শুনবো। ইচ্ছে ছিলো শুনতে যখন আপনি কুরআন পড়েন। ইচ্ছে হয়, প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাকে সালাম দিতে। ইচ্ছে হয় আপনার হাতে বানানো নাস্তা খেতে (আমি একটু পেটুক কিনা), ইচ্ছে হয় আপনার আদুরে মাখা বকা শুনতে
আমার কারনে আপনার অনেক এমবি ইন্টারনেট শেষ হয়।
এই জন্য আমি অনেক দুঃখিত ও লজ্জিত। আমাকে ক্ষমা করবেন। আপনার সাথে আমার বিয়া হলে না হয় আমি পুষিয়ে দিতাম/ দিবো।
আমার সাথে কথা বলবেন না বলে ঠিক করেছেন তখন আমার আর কিছু বলার নাই। আপনাকে নক করে আমি আপনাকে বিরক্ত করতে চাইনা (জানি আপনি লাইক করেন না)।
এতে আমার দাড়া আপনার কষ্ট বাড়বে আর আমি গুনহগার হবো। যাকে ভালো লাগে তাকে কষ্ট দেবার অধিকার আমার নাই, নিজের কষ্ট নিজের কাছেই রাখবো। শুধু চাইবো আপনি যেন সুখে থাকেন, ভালো থাকেন, পাঁচ ওয়াক্ত আল্লাহর ইবাদত করেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেয।
আসসালামু আলাইকুম
-------------------------------------------------------------
সত্যি সত্যি আমি তাকে এই চিঠি টা পাঠাই। এখনো তার রিপ্লে পাইনি। জানি না পাবো কিনা। কাল রাত্রে খুব কেঁদে ছিলাম ওর জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।