আমি ইনটারনেটে আয় করি।
ভারতের তাবৎ তরুণীকুল তার জন্য দিওয়ানা, কিন্তু বলিউডের ক্যাসানোভা রনবির কাপুর কার জন্য পাগল? এ প্রশ্নের কোনো উত্তর সম্ভবত রনবিরের কাছেও নেই। সোনম কাপুর, দীপিকা পাড়োকন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফাখরি... তার 'বান্ধবী'র তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে। এই তালিকায় কে যে তখন যোগ হচ্ছেন তা কেউই বলতে পারেন না। এই দুদিন আগেই মুম্বাইয়ের এক নাইট ক্লাবে রনবিরকে দেখা গেল নতুন এক তন্বির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটতে। আর গতকালই তারা উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে ১৫ দিনের ছুটি কাটাতে। মেয়েটি কে? কিংফিশারের ২০১১ সালের ক্যালেন্ডারের জন্য মডেল বাছাইয়ের বিজয়ী ২০ বছর বয়সী ৫ ফুট ৮ ইঞ্চির অ্যাঞ্জেলা জনসন। এমনকি দীপিকার বর্তমান বয়ফ্রেন্ড কিংফিশারেরএয়ারলাইনসের মালিক সিদ্ধার্থ মালিয়া বলেছেন, এখন পর্যন্ত তার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যাঞ্জেলা। কিংফিশার ক্যালেন্ডার ঠিক যে ধরনের মডেল খোঁজে, অ্যাঞ্জেলা হচ্ছেন ঠিক আদর্শ ক্যালেন্ডার মডেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।