আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি সিনেমার কমস ডায়লগ ও ঘটনা



আমার পরিচিত একজন চাকরীর সুবাধে দীর্ঘদিন কুয়েতে ছিলেন প্রায় তিন বছর ।এ সময় তাদের কোন কাজ বলতে তেমন কিছু ছিল না, তাই তারা অধিকাংশ সময় হিন্দি সিনেমা দেখে সময় কাটায়েছেন ।এসময় তার প্রায় অধিকাংশ হিন্দি সিনেমা কয়েকবার করে দেখা হয়ে যায় এ তিন বছরে । সর্বশেষে তিনি উপসংহারে পৌছলেন যে,প্রতিটি হিন্দি সিনেমায় কতগুলি কমন ডায়লগ বা ঘটনা থাকবেই যা ছাড়া হিন্দি সিনেমা বানানো সম্ভব নয় । সে ডায়লগ /বা ঘটনা হল---সিনেমার ভিলেন এক পর্যায়ে নায়ককে বলবে মাই তুজকো জিন্দা নেহি ছুড়ো গা আর শেষ পর্যায়ে ভিলেন নায়ককে বলবে মুঝে মাফ করদো । আবার প্রতিটি সিনেমার ঘটনা এমনভাবে সাজাবে যে কোন না কোনভাবে ঘটনাকে মন্দির/ বা পূজোতে নিয়ে যাবে । এই হল তার মতে হিন্দি সিনেমার সারমর্ম । আমি তার কথামত দেখিছি আসলেই প্রতিটি হিন্দি সিনেমায় এগুলো আছেই । ওরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবী করে আসলে ওরাই বড় মৌলবাদ না হলে সিনেমায় মন্দির/বা পূজো দেখানো মানে কী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.