নিজের সংগে যুদ্ধ করি তোমার সংগে মিত্রতা নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ মানুষ বলে হিংস্রতা.........
আজকাল আমাকে " কিছুই ভাল্লাগে না" ব্যারামে ধরেছে!ইংরেজিতে যাকে বলে "লেদারজি"।
দিন দিনই কেমন যেন উৎসাহ হারিয়ে ফেলছি।কোন কিছুতেই আগ্রহ নেই।প্রেমহীন জীবন কি এমনই হয়?আজকাল গান শুনি না,বই পড়ি না,বৃষ্টি দেখি না,.........বারান্দায় গ্রীলের পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছে ফুল এল কিনা দেখা হয় না!আকাশে নতুন মেঘ করল কিনা দেখা হয় না!বছরের নতুন বৃষ্টি ছুঁয়ে দেখি না পাগলের মত!টবের মানিপ্ল্যান্টে কোন নতুন পাতা এল কিনা চোখ মেলে দেখতে যাই না!.....আমি কি বদলে যাচ্ছি?নাকি বদলেই গিয়েছি?আর দশটা মানুষের মত আমিও আজ সাধারণ হয়েছি!আজ আমার দিন কাটে ব্যস্ততায়।তাই আজ আর দেখা হয় না,ছোয়া হয় না কিছুই আর আগের মত করে।আর তাই আজ আর কিছুই ভাল্লাগে না আমার!
আমি আর আগের মত নেই তোযেন সেই কবিতার মত,"হৃদয় হারিয়ে আমিই এখন গভীর খাদের পাথর"............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।