চিরদিনই তোমারই তো থাকব!
ভাল্লাগে না কিছু,
ঐ সুদূরের আলোর পানে,
ছুটছি পিছু পিছু।
ভাল্লাগে না আহার,
ঐ ওখানে দেখো না ভাই,
কত রঙের বাহার!
ভাল্লাগে না ঘুম,
ক্লান্ত পাখি গাইছে দেখো,
রাত্রি নিঝঝুম!
ভাল্লাগে না পড়া,
দেশ-বিদেশে ঘুরেও যে কাল,
হবোই ঘাটের মড়া!
ভাল্লাগে না গান,
কত দূরে আছে যে ঐ,
আমার জানের জান!
ভাল্লাগে না ঈদ,
কেঁদে-কেটে পার করি দিন,
ব্যথায় ভরে হৃদ!
ভাল্লাগে না জীবন,
বলতে পারো কবে হবে,
সত্যিকারের আপন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।