আমাদের কথা খুঁজে নিন

   

সামু আমার ভাল্লাগে না।

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে গত কয়েকদিন ধরে একটা বিষয় খুব দুঃখের সাথে লক্ষ্য করছি কিছু কিছু অবারচীন সামুর পরিবেশ খারাপ, লেখার মান খারাপ এসব কথা অনবরত লিখে যাচ্ছে। এই সব কথা বেশি শোনা যায় ফ্লপ গায়ক/অভিনেতা আর ভাত না পাওয়া রাজনীতিবিদের মুখে। যখন নিজেরা কোন কিছুতে সফল হয় না তখন বাঁকা উঠানের খুঁত ধরে অন্যদের উপর দোষ চাপায়। তখন তারা এসবের জন্য বিনোদন জগৎ আর রাজনীতির মঞ্চ থেকে পিঠ টান দেয়। যাওয়ার আগে পরিবেশের(!) উপর দোষ চাপাতে দ্বিধা করে না।

সামুর এইসব অবারচীন ব্লগারদের অবস্থা হয়েছে ওই ফ্লপদের মত। অন্যদের পোষ্ট যদি ভালো মানের না হয় তাহলে নিজেরা একটা ভালো পোষ্ট করুক। কয়েকজন তো সব নতুন ব্লগারদের অপদার্থ, অযোগ্য বলে গালি দিলেন কয়েকদিন আগে। সামুতে কাওকে জোর করে আনা হয় নি। মোবাইল কোম্পানির মত কোন অফারও দেয়া হয়নি এখানে আসার জন্য।

পোষ্ট দিয়ে আমার জানা মতে কেউ বেতনও পায় না, যদিও মাঝে মাঝে পেইড ব্লগারের কথা শোনা যায় তবুও সেটা হাতে গনা কয়েকজনের বেলায়!!! কতটা সত্যি সে ব্যাপারেও নিশ্চিত নই। আমার ব্লগিং এর বয়স হয়েছে মাত্র ৩ মাস ৪ দিন। তবে সামুতে আসা যাওয়া করি প্রায় দেড় বছর যাবৎ। অনেক ধরণের ব্লগার এবং তাদের বিভিন্ন বিষয়ের উপর পোষ্ট পড়ার সৌভাগ্য হয়েছে। কারো লেখা খুব ভালো লাগায় প্রিয়তে নিয়েছি, কারো লেখা খারাপ মনে হওয়ায় সেটিও বলেছি আবার কারো কারো লেখা আমার লেখার মতই সাধারণ মনে হওয়ায় কোন মন্তব্য করি নি।

অনেক ভালো ব্লগার সামু থেকে হয়তো নিজের ব্যাস্ততার কারণে বিদায় নিয়েছেন আবার অনেক নতুন উদীয়মান ব্লগাররের আগমনে সামুর বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। একটা ক্লাসে যেমন সবাই ফাস্ট বয় হয় না, তেমনি সামুতেও সবাই সেরা ব্লগার হবেন বা সবার পোস্টই নির্বাচিত পাতায় যাবে এটা আশা করাও এক ধরণের বোকামি। যে কোন গণতান্ত্রিক দেশেই বিভিন্ন মতাদর্শের মানুষ থাকেন। ব্লগ বা ফেসবুকও তেমন। এখানে সবার মতামত কখনো একরকম হবে না।

কেউ পোস্টে প্লাস দিবে আবার কেউ কেউ পোষ্ট পছন্দ না হলে মেজাজ খারাপ করা গালি দিবে। সবশেষে একটা কথাই বলবো ব্লগে সবাই তার নিজস্ব মতামত প্রকাশ করুক কিন্তু ভালো পোষ্ট না হওয়ার ধুয়া তুলে বাচ্চা মেয়ের মত নাকি কান্না দেয়ার জায়গা সামু নয়। পারলে নিজে ভালো পোষ্ট দেন, না পারলে অপরের পোষ্ট পড়ুন। তাও না পারলে অন্য ব্লগে যেয়ে ভালো(!) পোষ্ট খুঁজে বেড়ান কিন্তু সামুতে এসে ভ্যা ভ্যা করা বন্ধ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.