পাগলের আবার ব্লগ লেখা।
গ্রামীন ফোন ইন্টারনেট (পি-৫) যন্ত্রনার অবসান চাই
গ্রামীন ফোন ইন্টারনেট (পি-৫) ব্যবহার করি আমি কিন্তু কিছুক্ষন পরপর ডিসকানেক্ট হয়ে যায়।
যন্ত্রনাকেয়ারে ফোন দিলে তো প্রথমেই মেজাজটা কিলিবিলি করে উঠে, *** জন্য ইয়েতে চাপুন...৭-৮ মিনিট অপেক্ষার পর...আবাল কতগুলো বসায় রাখছে প্রথমে সমস্যার কথা বলার পর আপনার নাম,ফোন নাম্বার..তারপর স্যার একটু অপেক্ষা করুন আমি চেক করে দেখছি.......চেকিং......চেকিং......**কিং... লাইন ডেড..
ওখানে ফোন দিতে হলে তো জমীদারের বাচ্ছা হওয়া লাগবো মনে হয় ১৭ টাকা ছিল সব শেষ..
অন্য নাম্বার থেকে ফোন দিলাম পুনরায়...চাপুন...৭-৮ মিনিট অপেক্ষার পর ফোন নাম্বার কত..কিসে ইউজ করেন...মডেম না মোবাইল ইত্যাদি ইত্যাদি না স্যার আমাদের লাইনে কোন সমস্যা দেখছিনা তার পর ও আপনার লাইনটা রিফ্রেস করে দিচ্ছি..আপনি আপনার মডেম টা একটু চেক করে দেখেন আর.....কেটে দিলাম
আমার মডেমটা আসলেই গুহা যুগের কিন্তু ভালো স্পিডই পাই তাই পরিবর্তন করছিনা.. গত অনেক দিন থেকে ১মেঃবাঃ ডাউনলোড হতে ২-৩ বার ডিসকানেক্ট হচ্ছে কি করব পিল্জ একটুস হেল্পান...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।